• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ময়মনসিংহে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৭ পিএম;
ময়মনসিংহে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ 
ময়মনসিংহে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ 

ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে চিনিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।.

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী। .

দুর্ঘটনায় নিহতরা হলেন - হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপ চালক কামরুল ইসলাম (২৫), সন্ধাপুড়া গ্রামের ওসন আলীর ছেলের কাদির মিয়া (৪৫) ও আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)।.

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিনিবোঝাই একটি পিকআপ হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ঢাকা-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক কামরুল ইসলাম নিহত হন। এ সময় আহত হন পিকআপের আরও দুই আরোহী। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও কাদির মিয়াকে মৃত ঘোষণা করেন। .

এ বিষয়ে ওসি ওয়াজেদ আলী বলেন, ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা সম্ভব হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ